সংগীত – তব জ্যোতি সমুদ্রে দয়াল

লাবিব মাহফুজ

তব জ্যোতি সমুদ্রে দয়াল ডুবাও প্রাণ আমার
রেখ তব নূরে ঘিরে আমার চারিধার দয়াল
আমার চারিধার।

আমার অজ্ঞানতা নাশ করোগো
দিয়ে ঐ নূর দরশন,
আমার আধার ঘরে জ্বালাও বাতি
এ দীল করে রওশন।
এই কামীনি কাঞ্চন হতে, আমারে করো উদ্ধার।

তব প্রেম কাননে বৃন্দাবনে
দিও মোরে ঠাঁই,
তব চরণ তরী পারঘাটাতে
সহায় যেনো পাই।
তোমার চরণ ধুলির কাঙাল লাবিব চায় তব দীদার।

রচনাকাল – 18/09/2019

আপন খবর