লাবিব মাহফুজ
স্বাধীনতা তুমি এলে কিভাবে বাংলার ঘরে ঘরে
তোমারী পরশে আজকেও মানুষ, কেনো না খেয়ে মরে?
পরাধীন জাতি কি উন্মাদনায়, ঝাপিয়ে পড়লো রণে
কি সুখ স্বপ্ন উঠেছিল ভেসে, অসহায়দের অশ্রু নয়নে।
পরাধীন চোখে উঠেছিল ভেসে স্বাধীনের অমৃত সুধা
যারি আলোকে থাকবেনা পাপ, অন্যায়, গরিবের ক্ষুধা।
থাকবেনা অত্যাচার, কোথাও অবিচার, সইবেনা এই জাতি
উদয়মান রক্ত সূর্যের এ যেন প্রভাত ভাতি।
যেই প্রভাতে হাতে হাত রেখে মোরা গাইবো বিজয় গান
চির উন্নত শির মোদের, মোরা স্বাধীন সুমহান।
আজকের এই স্বাধীনতা আমাদের সেই স্বাধীনতা
কাঙ্খিত সেই ফল লভিতে আজকে মোরা বৃথা।
যেই স্বাধীনতা গড়েছে তিলে তিলে হাজার রক্তস্রোতে
এদেশের বুক! সেদেশে আজো পূর্ণ স্বাধীনতা পেতে –
আর কতো দেরী! আজো থামেনি অন্যায় মিথ্যা শোষন অত্যাচার
বন্দি হয়না কারাগারে দোষী, মরে নির্দোষ বীর।
প্রার্থনা করি খোদার রাহে যায়না যেন বৃথা
শহিদের রক্ত! মোদের জন্য হয়েছে যাদের চিতা।
তাদেরি আদর্শে গড়ব মোরা সোনার বাংলাদেশ
প্রতি অঙ্গে যার সুমহান আদর্শ, শান্তির জয়োল্লাস।
রচনাকাল – 23/10/2012