সংগীত – তোমারী সুরে আমি গেয়ে যাই গান

লাবিব মাহফুজ

তোমারী সুরে আমি গেয়ে যাই গান
আমার সকল রূপে-গুণে প্রভু –
তুমিই মূর্তমান।

তুমিই তো ধরার প্রভু সকল প্রকাশে
সকল রূপের পসরায় প্রভু, তোমারী বিকাশ
তোমারী নূরে প্রভু, ত্রিজগৎ জুড়ে
মহাকালে বয়ে চলে সকলের প্রাণ।

সুরের বিতানে, সমীরন গুঞ্জনে
সদায় প্রকাশ তব নামের মহিমা –
সত্যে সু্ন্দরে সকলের অন্তরে
প্রকাশিছ শুধু তোমার করুণার সীমা।
তোমার উপমা প্রভু, শুধুই তুমি
আমারে করিও তব করুণা দান।

রচনাকাল – 25/07/2019

আপন খবর