লাবিব মাহফুজ
দয়াল পতিতও পাবন করো পাপীরও তারন
নূরময় ঐ রূপ দর্শনে, জুড়াও মোর নয়ন।
তোমার নূর হলো জগতের আদী, নূরেতে হয় সাধন সিদ্ধি
ঐ নূর বিহনে নাইরে গতি নূরেতেই মোহিত জাহান,
এ নূর আমার আঁখির তারায় সদায় রেখ দীপ্তিমান।
ছিল এই নূর গঞ্জাজাতে আওয়ালেতে পুশিদাতে
তথা হইতে ত্রিজগতে হইলো সর্বব্যাপী মূর্তমান,
এই নূর সাগরেই যাচ্ছে বয়ে, মহাকালে সকল প্রাণ।
আমি গোলোকধামে নূরের আশে আছি তব পথে বসে
তব চরণতলে সে নূর ভাসে কিঞ্চিৎ মোরে কর দান,
জন্ম-অন্ধ লাবিব কান্দে মুর্শিদ পদে রাত্রদিন।
রচনাকাল – 18/09/2019