আপন ফাউন্ডেশন

কবিতা – স্তব

Date:

Share post:

লাবিব মাহফুজ

মুক্তি চাহি আমি
এ ত্রিতাপ জ্বালা হতে,
হে বসুধাপতি
দিও বল মোরে কুৎসিত ত্যাজিতে!

তব শরণাগত আজি মম প্রাণ
প্রেম দাও মম তরে,
ধরণিত থাবাতলে আমি চ্ছিন্ন দিকহারা
বাধিও আঁচলে মোরে, তব প্রেম ডোরে।

মম দৃষ্টি সদা চাতকী হোক তব ধ্যানে
হে প্রেমময় মঙ্গলপতি,
ছিড়িতে বন্ধন, শকতি চাহি তব দ্বারে
করুণা চাহি, মায়াময়, মায়ানিধি জ্যোতি।

স্তব মম সর্বাধিকৃতি বিধি
প্রশান্ত হোক মম সারভুতাঙ্গ, দেহ জড়া নীড়ে,
সদা সুখ গমনে, হে সর্বময়
অটলিত শৃঙ্গসম, স্থিরিকৃতা, হও বন্ধন চিরে।

তুমি জ্যোতি
তোমা হতে ডাকি চির বিশ্বরূপ শান্তিময়,
কৃপা সিন্ধু ধারী, অনুধাবারি, করহে কর্ষণ
আকুণ্ঠ সুধাদানে মোরে, করহে চয়ন, হে দয়াময়।

রচনাকাল – 10/03/2014

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles