লাবিব মাহফুজ
আজ স্বরণ পাড়ের এ কাননে, জাগে আমার কনক দেউল
নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল ।
জাগে স্বপন, আসে বন্ধন, আসে নির্মাণ এ প্রাণে
বিরহের ঐ অনিন্দ্য সুর, আনে আনন্দ হৃদাঙ্গনে।
স্বরণে আসে যায়, মরম চরণে লুটায়
নয়ন সুধার জোছনা ধারায়, ভরায় দু-কূল।
যে জ্যোতিধারা নিরন্তর চরণ ছায়ায়
বয়ে চলে প্রাণ অবধি সুরের ধারায় –
আজ বহমান হৃদ যমুনা, সুরেতে হয় যৌবনা
প্রাণের প্রতি পলেতে বিছায় আঁচল।
জাগিল প্রাণের অনন্ত ব্যাথা, আসিল অশ্রুর নীল পারাবার
আজ পড়িল মনে সে সুর আমার, বৃন্দাবনের হৃদ হাহাকার!
এলো ধ্যানে স্বরণ সুধা, বাড়ালো সুরের ক্ষুধা
অমর সে প্রেমের ধামে তোমার মায়াজাল।
রচনাকাল – 30/09/2018