আপন ফাউন্ডেশন

১২ – অভিনিষ্ক্রমণ

Date:

Share post:

অজয় বোস

অস্তগামী সূর্যের রক্তিম আভায়
উদ্বেলিত হৃদয়ে প্রশান্তি অনাবিল,
অন্তরে আজি অবাধ উচ্ছ্বাস
শরতের আকাশ সেজেছে সুনীল।

ক্ষণিকের এই সুখস্মৃতি তবে
আঁধারেই কি যাবে মিশে?
নাকি অরুণ আলোয় আগামীর প্রাতে
উঠবে স্বরূপে হেসে!

ভেবে ভেবে সব দুঃখ গাঁথা
তবে কেন অকারণ কাঁদ?
কেনইবা তবে হৃদয় বীণায়
বেহাগের সুর বাঁধ?

সময়! সেতো যাবেই বয়ে
প্রকৃতির নিয়ম মেনে,
স্থিতু হয়ে মন চল যাই এবার
আত্মারূপ দর্শনে।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles