সংগীত – প্রেম তরী এক আসলো ধরায়

লাবিব মাহফুজ

প্রেম তরী এক আসলো ধরায়
কত পাপী তাপী মুক্তি পেল
এই তরীর উছিলায়।

সাহারা মরু প্রান্তরে
প্রেম পিয়ালায় সুধা ঝড়ে,
কমতি নাই প্রেম গ্রহণ করলে
সে প্রেম নয়নে উথলায়।

সে প্রেমে পাগলও এ মন
প্রেম দিও মোরে আকুন্ঠ সাধন,
অধম লাবিব চায় প্রেমের ভুষণ
প্রেম ঘাঁটি মদিনায়।

রচনাকাল – 12/12/1214

আপন খবর