সংগীত – যার জন্য মোর কান্দে পরাণ

লাবিব মাহফুজ

যার জন্য মোর কান্দে পরাণ
সে যে কত দূরে,
সে যে এমন করে ব্যাথা দিবে
ভাবিনি অন্তরে।

তারে ভালোবেসে ছিলাম আমি দিয়ে মন প্রাণ
সুখের আশায় ছেড়েছিলাম জাতি কূল মান।
তবু ভাসাইলো দুটি নয়ন, আঘাতে অঝোড়ে।

এ বুকেতে রেখেছিলাম তারে করিয়া যতন
যার ইশারাতে পারতাম দিতে জিবন বিসর্জন।
সেই ভাঙিল মোর সুখের স্বপন, নিশিথ মাঝারে।

যার তরে প্রাণ কান্দে সদা, দিবসও নিশিথে
সে আমায় কেমন করে থাকে ভূলে, সুখেরই বাসাতে।
কান্দে লাবিব দিবারাতে, লইতে তোরে হৃদ বাসরে।

রচনাকাল – 18/05/2015

আপন খবর