সংগীত – জীবন্ত সরোবর মোহাম্মদী নূর নহর

লাবিব মাহফুজ

জিবন্ত সরোবর মোহাম্মদী নূর নহর
সম্মুখে প্রবাহিত রয় নিশিদিন,
এ কাওসার পেয়ে সদা, পিপাসা না মিটিলে
কোন জন্মে আর তোমার ফিরিবে সুদিন?
আসো ত্বরায় নূরের ধারায়
তূরের চূড়ায় পাইতে সে ধন।

অনাদী অনন্ত সেই যে ধারা
চিরকাল বহিতেছে হয়ে অধরা –
জগতেরও পলে পলে, ভক্ত জনার হৃদ কমলে
বিলাইতেছে প্রেমও নিধি, সদায় সর্বক্ষণ।

ভক্তি জোড়ে বেন্ধে তারে, যে রেখেছে স্বরূপ ঘরে
গুরুরূপ তার অন্তরে, জ্বালে মোহাম্মদী নূর,
আশেক জনার আপন সে হয়, গুরুরূপে পরম দয়াময়
উদ্ধারিতে ভক্ত জনায়, মৃন্ময় ধামে হয় প্রচার।
সে যে তোমার চতুর্ধারে, তোমার ত্বরাইতে ঘুরে ফিরে
দিব্য নজর খুললে পরে পাবি সে প্রেম মূর্তমান।

রচনাকাল – 10/01/2019

আপন খবর