লাবিব মাহফুজ
কে এলে গো ঘুমের ঘোরে
আঁখির তারায় রূপ নিহারে,
জল ছলছল, করুণ সজল
কি নিদারুণ প্রভাত ভোরে।
এ স্বপন যেন নাহি ফুরায়ে যায়
এ মততা, এ ভালোবাসা
এ আঁখি চাওয়া যেন –
নাহি হারায়ে যায়।
ডাকি ফিরে ফিরে আয়
এমনি প্রতি নিশায় নিশায়,
আমার অন্তরে, বাহিরে
প্রতিক্ষণে, প্রতি ভোরে।
রচনাকাল – 18/05/2018