লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
কাগজ সেতো মৃত বস্তু
প্রাণহীন কালীর অসার ভাব,
জীবন্ত আর প্রাণান্ত বাণী
মানব সত্ত্বায় হয় উদ্ভব।
2.
মানবাত্মার এক পবিত্র ঘরে
রক্ষিত রয় দীল কোরান,
অপবিত্র নাপাক গলিজ
কভূ না তার পায় সন্ধান।
3.
মানব কোরান মানব সত্ত্বায়
রক্ষিত রয় সর্বক্ষণ,
আরেফ কামেল আশেক ছাড়া
কেউ নাহি তা পায় কোনোদিন।
4.
যে মানুষ পবিত্র অতি
তার প্রাণেরই অন্দরে,
দিলের বাণী স্ব-মহিমায়
বিজন কোঠায় বিরাজ করে।
5.
অক্ষরেরও অতীত যিনি
কালীর বাঁকে খুঁজো তারে?
মৃত কাগজ কালী কি আর
সে মহিমা ধরতে পারে?
6.
পাঠ করো মন আপন দর্পন
যা দেহের মাঝে রয় মিশে,
আপন সত্ত্বা না চিনেলে
অধরাকে পাইবে কিসে।
7.
দিল কোরানের দেয়াল ভেদী
পায় না যেতে মরদুদে,
ইবলিশ খান্নাছ আর আযাযিল
পায় না ছুইতে সে অজুদে।
8.
আলেম তুমি কাগজী জ্ঞানের
মহা পন্ডিত আযাযিল,
নিত্য জ্ঞানের অশেষ ভূবন
পোঁছে নাকো তোমার দীল।
9.
সুধা নাযিল হয় কালামে
বানীর ছায়ায় সত্য রূপ,
ছায়ারূপী রূপক ভেদী
লও বাছিয়া তার স্বরুপ।
10.
বুঝ সমুঝে করো কবুল
মুর্শিদ প্রেমের সহজ পথ,
জীবন নদীর গরল স্রোতে
মুর্শিদ রূপে চালাও রথ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী