সংগীত – আমার জিবন মরণ মাঝে

লাবিব মাহফুজ

আমার জিবন মরণ মাঝে
আমার সকাল দুপুর সাঝে,
নিরবধী যেনো হে প্রভু তোমার
মধু মাখা নাম খানি হৃদয়ে বিরাজে।

আমার ঘুমুঘুমু নয়নে, যেন তন্দ্রা স্বপনে
হঠাৎ জেগে ওঠে তব শ্রীরূপ খানি
যেনো নিশিথে নিরলে আধারে হঠাৎ মোর
দুয়ারে বেজে ওঠে তব পদধ্বনী।
জিবনের প্রতি পলে পলে প্রভু তুমি
জাগ্রত রহিও মোর সকল কাজে।

মোর মন্দিরে প্রভু মোর পুষ্পের সমাহারে
নির্মলও তব রূপ সদা প্রকাশিও
মোর হৃদয় দেউলে প্রভু নিরন্তর তব ঐ
রাঙা শ্রী চরণ খানি সদায় রাখিও।
তুমি ব্যাপিত রহিও মোর অনন্ত জিবনে গো
বুকের প্রদীপ হয়ে জিবন কুঞ্জে।

রচনাকাল – 21/08/2019

আপন খবর