পত্রিকা – শানে বেনজীর

আসাদুজ্জামান আসাদ

তোমার তুলনা তুমি
হে মহান কবি।
ধরণীতে তুমি ধ্যানের ছবি,
অন্তরীক্ষে তুমি অসীম রবি।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি ধ্যানে, তুমি গানে
তুমি ফুলে, তুমি ফলে।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি রাধা, তুমি শ্যাম
তুমি বিভু, তুমি শম্ভূ।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি বিদ্রোহী নজরুল, তুমি পারস্যের জামী
তুমি দেওয়ান হাফিজ, তুমি জালালউদ্দিন রুমী।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি আল্লামা ইকবাল, তুমি ফরিদ উদ্দিন আত্তার
তুমি লালন, তুমিই শেখ সাদী।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি মজনু, তুমি লাইলী
তুমি ফরহাদ, তুমি শিরি।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি মাতৃ সেবক, তুমি সাধক বায়েজীদ বোস্তামী
তুমি গোপন প্রেমিক, তুমি খাজা ওয়ায়েস করণী।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি সুর সম্রাট, তুমি গীতে বখতিয়ার উদ্দীন
তুমি মোহাম্মদী ফুল, গাউছ কাদীর, হিন্দে খাজা মঈনুদ্দীন।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি শক্তি, তুমি আলী
তুমি জগৎ জননী ফাতেমা, তুমিই কান্ডারী।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি ব্রজধাম, তুমি কাবা
তুমি বৃন্দাবন, তুমি মক্কা।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি বজ্রকন্ঠ, তুমি তলোয়ার
তুমি স্নেহ-করুণা, তুমি দয়ার সাগর।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি গুরু, তুমি ভক্ত
তুমি সাধনা, তুমি আরাধ্য।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি সুদূর অতীত, তুমি ভবিষ্যত
তুমি গোপনের প্রকাশ, তুমি বর্তমান।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি কালেরও কাল, তুমি মহাকাল
তুমি বে-মেছাল, তুমি মেছাল।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তুমি তোমাতে গোপন, তুমি অন্ত
তুমি তোমাতে প্রকাশ, তুমি অনন্ত।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তোমার কীর্তি আর বলবো কত;
তোমার শানে তুমি মহৎ
জগত প্জ্যূ তব ঐ রাঙা চরণে
শির করি নত।
তোমার তুলনা তুমি
হে মহান কবি।

তোমার মহত্ত্ব তুমি, তোমার মহিমায় তুমি বিভূতি
আমার হারানো সেই শামছ তুমি
তব নাই নজীর, হে বেনজীর।

আপন খবর