সংগীত – আসমান হতে নূরের কোরান

লাবিব মাহফুজ

আসমান হতে নূরের কোরান, তন ভূবনে হয় প্রকাশন
গুপ্ত কালাম ব্যক্ত এবার করে, পরোয়ারে।

মুখফিয়ান পুশিদার গোলা, এশকেতে হয় নূর উজালা
চারটি নুক্তা তথা খেলা করে –
পঞ্চতনে নূর সেতারা, পাঞ্জাতনে আছে ঘেরা
কালাম ছিল নৈঃশব্দেরি ঘরে।

এবার এরাদার এক কলম দিয়া, লওহতে সুরত সাজাইয়া
চার ফেরেস্তা কালাম লইয়া ঘুরে –
হাহুত হতে জবরুত পানে, চার জনেতে কালাম আনে
মতলেক কালাম নাতেক হয় এইবারে।

ইনছান রূপী নাতেক কোরান, তফসির করলে পাবি তার শান
নব্যুয়তে সুরত জাহের করে –
লাবিব বলে কালামুল্লা, প্রকাশ যেজন অলী আল্লাহ
নূরী কোরান প্রকাশ সাত অক্ষরে।

রচনাকাল – 25/04/2024

আপন খবর