আপন ফাউন্ডেশন

সংগীত – আসমান হতে নূরের কোরান

Date:

Share post:

লাবিব মাহফুজ

আসমান হতে নূরের কোরান, তন ভূবনে হয় প্রকাশন
গুপ্ত কালাম ব্যক্ত এবার করে, পরোয়ারে।

মুখফিয়ান পুশিদার গোলা, এশকেতে হয় নূর উজালা
চারটি নুক্তা তথা খেলা করে –
পঞ্চতনে নূর সেতারা, পাঞ্জাতনে আছে ঘেরা
কালাম ছিল নৈঃশব্দেরি ঘরে।

এবার এরাদার এক কলম দিয়া, লওহতে সুরত সাজাইয়া
চার ফেরেস্তা কালাম লইয়া ঘুরে –
হাহুত হতে জবরুত পানে, চার জনেতে কালাম আনে
মতলেক কালাম নাতেক হয় এইবারে।

ইনছান রূপী নাতেক কোরান, তফসির করলে পাবি তার শান
নব্যুয়তে সুরত জাহের করে –
লাবিব বলে কালামুল্লা, প্রকাশ যেজন অলী আল্লাহ
নূরী কোরান প্রকাশ সাত অক্ষরে।

রচনাকাল – 25/04/2024

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles