লাবিব মাহফুজ
বিষ্ময় ভরা চেহারা খানি তব
অপরূপও রূপে মোর মুগ্ধ নয়নে,
খুলে যবে মোর, নয়ন পাতা, অপলক
ব্যাপ্ত দেখি অনিমেষে, আনমনে।
লক্ষ হিয়ার কান্না আমি
শুনিযে আমার মাঝে,
আদি অন্তের যত পাপ পূণ্যের দায়
জাগ্রত এ হৃদয়ে বীণা সুরে বাজে।
সময় এ প্রাণে বাধিল বাধন
ভূত ভবিষ্যতের তরে,
জড়াইল সকল অসম ব্যাথা
একটি প্রাণে, শুধু একটি অন্তরে।
রচনাকাল – 15/03/2015