লাবিব মাহফুজ
জীবন প্রভাতে, আসিলে সখা
আধারও বিদারী প্রিয় মরমে আমার –
এই দেউলে তোমার পূজার ডালি
স্বরন রথে প্রভু সাজাব আবার।
ওগো সুন্দর ও আমার
ওগো স্বপনের সারথী আমার –
ধিয়ানে, যতনে সাজানো হৃদিবন
স্বরনের মুরলী বাজে যেথা অনুক্ষন।
হিন্দোলি উঠে মোর মরমের মহাপ্রান
তব চরন ও সুধা চেয়ে পরানও মাঝার।
ওগো নিশিথের গহনও স্বপনওচারী,
ওগো নয়ন সলীলে ভাসা প্রেমও তরী –
এ কুঞ্জে যবে পেলাম প্রভু রাঙা শ্রী চরণ
চরন মায়ার লাল শারাবে, অনুরাগে হলাম খুন।
নয়নে শুধূ মোর জাগে আজ নিরঞ্জন,
মনমাতালো প্রভু মনোহরা তব সুর ।
রহিও মোর বৃন্দাবনে, ত্রিভঙ্গে ঐ রূপ সুন্দর
ও রূপ মাঝে বিলাইব সকল হারা মোর অন্তর।
রচনাকাল – 11/10/2017