লাবিব মাহফুজ
কেনো রে বাদল ধারা
মোরে করলি আপন হারা,
কেনো তোর নৃত্তমদের মাতলামি আজ
আমায় ঘিরে বল্গাহারা!
অশান্ত তোর রিমিঝিমি
যে সুরে যায় চিত্ত ভ্রমি –
আপন ত্যাজি কোন কূলেতে
বইছে আজ মোর নিত্যধরা!
আমায় করলি মাতাল মেঘের তালে
হেরী দিবাকাশে চাঁদ সিতারা!
তোর শীতল পরশ প্রাণে আমার
জাগায় নেশা প্রাণের কারার,
বিধলো এবার সুরের বাণে
প্রাণময় তোর রুপ পসরা!
এই হারানো মোর হিয়ায় র’হি
বাদল সুরে রূপ নিহারা!
রচনাকাল – 27/08/2020