সংগীত – আয়গো তোরা আয়

লাবিব মাহফুজ

আয়গো তোরা আয়
ঐ যে নূহের তরী ঘাটে বাঁধা
চড়বি যদি আয়।

ত্রিধারাতে নৌকার হয় গঠন
পাঁচে সাতে বারো কারে –
মোহাম্মদী তন।
হায়াতুল মুরছালিন নৌকা
বইছে সুধারায়।

মনরে বেলায়েতী নৌকা চিনে নে
আপন মুর্শিদ বিনে সে নৌকাতে –
ঠাঁই তো পাবিনে।
গুরু পদে রেখে মতি
চলরে মনরায়।

লাবিব এবার তরীর খবর কর
চার আকসামে তরীখানি –
মুর্শিদ চরণ ধর।
গুরুচরণ করলে সাধন
থাকবে না আর ভয়।

আপন খবর