লাবিব মাহফুজ
কালেমার ভেদ জানরে মন
দুই জনাতে এক হইল সৃষ্টিরও কারণ।
সংযুক্তিহীন কালেমাতে
আল্লাহ রাসুল রহে তাতে
জ্ঞানী জনা ভেদ পাইতে
ভজে দয়ালের চরণ।
তাওহীদ হয় নবীরও দ্বীনে
আশেক মাশুক এক সংলীনে
অখন্ড মূল নিরঞ্জনে
রয় লীলাতে মগন।
লাবিব বলে ভজ তারে
জগত ব্যাপী এক রূপ ধরে
মুর্শিদের ওই রূপ নিহারে
পাবে তারে সর্বক্ষণ।
রচনাকাল – 03/11/2020