লাবিব মাহফুজ
ও মন পাগলরে
তুই সরল পথে চল!
অন্তরে গরল লুকায়ে
কেনো মিছে করিস ছল!
সরল পথ রয় গুরুপদে
সাধন করগে সে পদ সেধে
অনুরাগে হৃদয় বেঁধে
থাকিস মজে চিরকাল।
মায়াতে মত্ত হইয়া
সত্য সুপথ যায় হারাইয়া
যার মায়া আজ তারে দিয়া
গুরু পথে ধরিস হাল।
হইয়া পাগল পথান্তরে
খুঁজিস কারে রূপ নিহারে
লাবিব রইলো অন্ধকারে
না বুঝিয়া ইত্তিছাল।
রচনাকাল – 08/08/2023