লাবিব মাহফুজ
কুসুমিত মোর প্রণয় চিত্তে
হে প্রিয় রাখো তব রাঙা দু চরণ,
তব প্রেম রূপ রহে যেনো নয়নও পাতে
যেন দৃষ্টিপথে প্রেমও বৃষ্টি, ঝড়ে অনুক্ষণ।
অনন্ত তিয়াসে ভরে বুকখানি
চাহে তব কৃপা শুধু জানি প্রিয় জানি
বর্ষিতে তব করুণা সিন্ধূ মোরে
করেছ জীবনও দান।
ধরায় ধূলার মাঝে, রিক্ত গোধূলী সাঝে
অযুতও বাধনে, সিক্ত এ প্রাণ,
জানি আমি জানিহে, অন্তর্যামী তব
প্রেমধারা মোর তরে চির বহমান।
আশা সিন্ধু তট তীরে, নিভৃত চরাচরে
খুঁজে খুঁজে ফিরি তব চরণও শরণ।
রচনাকাল – 14/02/2016