লাবিব মাহফুজ
স্বরণ পাড়ের সুদূর বনেই
থাকো তুমি প্রিয়,
প্রেম নিয়ে নাই এলে বুকে
ব্যাথা দিয়েই যেও।
স্বরণের মিনারে তোমার মুরতি
যত উঁচু করে তুলে ধরি,
তত পাই প্রিয় তোমায় ততই হারাই
যতই স্মরি ততই আপন করি।
ভাঙা গড়ার এই আনন্দ বেদনায়
চিন্ময় ও রূপও নয়নে ভরিও।
আসো মোর স্মৃতি হয়ে, স্বরণ কুঠরী বেয়ে
নাই দিলে পরশ বুকে, তিয়াসা বাড়াইও,
প্রিয় হয়ে, ব্যাথা হয়ে, নয়নে রহিও।
রচনাকাল – 22/09/2018