লাবিব মাহফুজ
শত আঁখিধারা, শত হৃদিঝড়, তুফান তুলিছে প্রাণে
উঠিছে ভেদী ক্রন্দনও রোল, আসমান জমিনে।
নিখিল ধরা শোকার্ত ব্যাকুল আজ মরু সাহারার
মোহররম! আসে ফিরে ফিরে, স্মৃতি লয়ে কারবালার।
আসে ক্রন্দন, খুন চন্দন, ফোরাতের কূল বেয়ে আজ
লহুর দরিয়া বহে ফোরাতে, সাজে মরু রুধির সাজ।
আকাশে বাতাসে আজ ভাসি বিলাপ, হায় হোসেন, হায় হোসেন
বদন আজ রুধিরাক্ত, কেমনে তনে, বিধে খঞ্জর তীর বাণ।
মহররম! আজ আসে লয়ে ক্রন্দন সখিনার
হাসনা বানু, জয়নবে আজ, বুকফাটা ক্রন্দন হাহাকার।
আলীর দুলাল, ফাতেমা তনয়, পাকতন ইয়া হোসেন
আঘাতের পর আঘাত সহিয়া, ত্যাজিল আপন প্রাণ।
ঐ শোনা ক্রন্দন হযরত নবীর বালুর মিনারে পড়ি
হায় হোসেন বলে কাঁদিছে লুটায়ে জাহানের কান্ডারী।
নানা নানা বলে শতচ্ছিন্ন দেহ, হোসেন হায় কারবালায়
মুহাম্মদী নিশাণ উড়ায়ে ধরায়, মিশিল শূণ্যতায়।
মহররম! আজ তারি শোক ব্যাথাতুর পরাণে বাজায় ক্রন্দনও সুর
হে প্রেমিক নবীর, হোসাইন তরে কাঁদো আজ, ঝড়াও অশ্রুনীড়।
রচনাকাল – 21/09/2018