লাবিব মাহফুজ
আমার শুন্য মন্দির রইল পড়ে, আইলো মাগো দয়াল চাঁন
পথের পানে চেয়ে দয়াল, কাটে আকুল দিনমান।
আতর লোবান গোলাপ জলে সাজাইয়া ঘর
পথের পানে চেয়ে থাকি আকুলও অন্তর।
যদি সে না আসে মোর মন মন্দিরে
আমি কলংকীনি এ সংসারে
প্রাণ ত্যাজিবো প্রেমের দায়ে, না সয়ে বিরহ বান।
দয়াময় নাম ধরিয়া না করলে দয়া
তোমায় কে ডাকিবে পতিত পাবন, অশ্রু আঁখি নিয়া।
তোমার দ্বারে অভাগিনী
দু হাত তুলে ভিখারীনি
চাই তোমার শ্রী চরণ খানি, বক্ষ মাঝে সর্বক্ষণ।
পাপী বলে সারাজীবন বইবো প্রেমের দায়
কৃপা করে দয়াল মুর্শিদ দাও চরণ সহায়।
প্রভু আসো আমার হৃদ বাসরে
আমি প্রাণ জুড়াবো ঐ রূপ হেরে গো
তোমার পথের কাঙাল লাবিবেরে, রেখ পদে চিরদিন।
রচনাকাল – 16/10/2020