সংগীত – এরাদা করিল আহাদ

লাবিব মাহফুজ

এরাদা করিল আহাদ দেখিবে নিজেরে
সেই মানসে, আহমদে, আসিলে স্বাকারে।

আহমদের স্পন্দন মূলে, আহাদের বাস অন্তরালে
আনা আহমাদু বেলা মীম বলে, প্রমাণ দিলা জগতেরে।

আহমদ হতে সকল সৃজন, আরশ কুরসী ফেরেশতা সিংহাসন
না পেয়ে প্রেমের মূল্যায়ন, প্রবেশিল আদম মাঝারে।

আদমের মাঝে আহমদের ঘর, আহমদে হয় আহাদের দীদার
লাবিব কয় সে মাওলার খবর, আদমে খুঁজো আহমদেরে।

রচনাকাল – 16/10/2015

আপন খবর