লেখক – লাবিব মাহফুজ চিশতী
হযরত বায়েজিদ বোস্তামী (র.) এর এক শাগরেদ বললেন, ‘এমন একটা সময় ছিল, যখন শুধু আল্লাহরই অস্তিত্ব ছিল, আর কিছুর উদ্ভব তখনো হয়নি।’
হযরত বায়েজিদ বোস্তামী (র.) বললেন, ‘অবস্থা তখন যেরূপ ছিল, এখনো ঠিক সেরূপই আছে।’
এটা স্থবির চিন্তা যখন বলা হয়, কোন এক নটরাজ দূর হতে এ সৃজন-লীলা সংঘটিত করে চলেছেন। বরং সত্য তো এটাই যে, স্রষ্টা এক মহাশক্তি। চলমান এক নিরবচ্ছিন্ন সৃজনকর্মের মধ্য দিয়ে সে শক্তি স্বয়ং প্রবাহিত তথা প্রকাশিত ও বিকশিত হয়ে হয়ে চলেছেন অনন্ত রূপে, সকল ব্যাপ্ত করে।
আপাত বহুধা-বিভক্ত বস্তুনিচয়ের মধ্যে এক অনন্ত ঐক্যতা হয়ে তিনিই বেষ্টন করে আছেন সকলকে। দৃশ্যমান এতসব বিভক্তি যে আমাদের খন্ডিত চোখের কারসাজি!!!
রচনাকাল – 18/02/2021
লেখক – লাবিব মাহফুজ চিশতী