কবিতা – কভু ডাকেনি সে

লাবিব মাহফুজ

কখনো সে আমায় ডাকেনি
আমি শুধু ডেকে গেছি,
ফাগুনের দীর্ঘ নিস্তব্ধতায় –
ঝি ঝি পোকার মত!

কখনো সে কাছে আসেনি!
আমি শুধু বেঁধে রেখেছি
খরস্রোতে নোঙর করা
জীর্ণ ডিঙিটার মত!

কখনো সে ভালোবাসেনি!
শুধু আমি ভালোবেসে গেছি –
অবিরত!

রচনাকাল – 05/02/2020

আপন খবর