লাবিব মাহফুজ
মোর মানস মন্দিরে আঁকিয়াছি প্রিয়
তব রূপ, দিয়া মোর নয়ন তুলি,
জগতের সব শ্রী, সব প্রেম মায়া প্রীতি
নিত্য আনিয়া দিবো চরণে অঞ্জলী!
পূজার বেদী মাঝে বসাইবো তোমায়
হিয়ার বেদনা দিয়ে গড়িয়া দেউল,
প্রাণের অনুরাগে করিবো আরতি
দিবাযামি, সদা আমি, হইয়া আকুল!
জগতের যত ফুল, যত মালা আনি
যুগল চরণে তব জড়াইবো সখি,
তব ত্রিভঙ্গিম মোহন রূপে, বাঁশরী সুরে
চরণে প্রণমী দিবো মোর প্রাণপাখী!
মনের মাধূরী যত সকলি দিয়া
আমার জগৎময়, আঁকিবো তোমারে,
ঐ রূপগীতি গাহিয়া আমি হইবো কবি
র’বো তোমাতে ডুবি, তোমাময় সংসারে!
রচনাকাল – 17/10/2018