লাবিব মাহফুজ
গুরু সাধন বিনে কি আর
সে ধন চেনা যায়,
চিনলে আপন তীর্থভূমি
তীর্থঙ্করে দেয় পরিচয়।
দেহতীর্থ চিনগে আগে মন
আছে মক্কা কাশী হইয়া গোপন
সেথা লুকাইয়া বাজায় বাঁশি
কৃষ্ণ শ্যামরায়।
মান আরাফা চিনলো যেজনা
ওরে আপন ঘরে আছে পাঁচজনা
পাঁচে মিলে পাঞ্জেগানা
হইয়াছে আদায়।
গুরুধামে বাঁধগে মন কষে
অনুরাগ প্রেম সাধনে, ভক্তি-বিশ্বাসে
লাবিব রয় চরণ সকাশে
নিরিখ পানে সর্বদায়।
রচনাকাল – 02/02/2023