আপন ফাউন্ডেশন

কবিতা – বঞ্চিত প্রেম

Date:

Share post:

লাবিব মাহফুজ

এইযে প্রেম!
হৃদয়ের গহীন হতে উৎসারিত, চির সত্য
তবুও যে অবুঝ প্রাণ!
কেন করে ছলনার খেলা, করে সারাক্ষণ
নিশ্চুপ ক্রন্দন!

মোর অন্তরাত্মার গভীরে স্বতস্ফুর্ত যে নালা
সেথা হতে প্রতিক্ষণে ভেসে আসছে পোড়া গন্ধ!
চির বিক্ষুব্ধ, অগ্নিদগ্ধ যে প্রাণ –
রাশিকৃত ধোঁয়া, অস্পষ্ট হোমানলে
যা মোচনকৃত পাপরাশির মতই ছিল নির্মল!

তবু কোথা এর উৎস? যে অনন্ত ব্যাথা ভরা সুখ
আসে সেথা হতে, যেথা রক্তিম গোধূলীর মতোই
স্বচ্ছ আর সুগভীর, যেন প্রদীপ্ত দু দুটি চোখ!

এটি ছলনা নয়, নয়তো কোনো অজানা সুখের
বাধভাঙা উল্লাস!
হে মোর প্রিয়তমা, তোমারী জন্য, এ যে মোর
অনন্ত প্রেমের, চির বঞ্চিত কষ্টশ্বাস!

রচনাকাল – 08/09/2015

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles