লেখক – লাবিব মাহফুজ চিশতী
বিশ্বাস, অন্ধবিশ্বাস দুটোই অনুমাননির্ভর!
অনুমান কল্পনা বা অনুমান ভরসা, দুটোই আখেরে আপনাকে হতাশ করবে। প্রভুকে কখনো বিশ্বাস করতে হয় না, তাকে তো বরং জেনে নিতে হয়।
চোখের সামনে বস্তুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কিছু নেই, তেমনি কোনে হেতু নেই চোখ খুলে বিশ্বাস করারও। চোখ খুললে তো আপনি জেনে যাবেন আপনার সামনের বস্তুটিকে! তখন সেটা আপনার জ্বলজ্যন্ত জ্ঞান-প্রতীতি!
বিশ্বাস-অবিশ্বাস-অন্ধবিশ্বাসের কোনো প্রশ্নই এখানে নেই! ধর্মজগতে সবই চাক্ষুষ! চোখের সামনে! বিশ্বাস করার কিছু নেই! শুধু চোখ খোলা, জেনে নেয়া।
ভক্তি বিশ্বাস প্রেম নয়, এগিয়ে যেতে হবে ভক্তি-জ্ঞান-প্রেমের অন্যিন্দ্যসুন্দর মেলবন্ধনে! ধর্ম হবে জিবন্ত! ধর্ম হবে প্রত্যক্ষীকরণের মধ্য দিয়ে সুমহান সত্যদর্শন!
প্রভূ লুকিয়ে নেই, হারিয়েও যায়নি, আমাদের ফাঁকিও দিচ্ছেন না! তাই বিশ্বাস নয়, জ্ঞাত হতে হবে তাকে। তাকে জানতে হবে, দেখতে হবে, অন্তর্বাহ্যে ধারণ করতে হবে।
রচনাকাল – 17/06/2021
লেখক – লাবিব মাহফুজ চিশতী