কবিতা – প্রভাত বন্দনা

লাবিব মাহফুজ

আহা! নিকষ কালো মরণ পাথার, ত্যাজিয়া উঠেছি জেগে
প্রাণে নবনূর সিক্ত, নিত্য জ্যোতির সরস পরশ লেগে।

সুর সরস্বতি তুলিয়াছে সুর, আমার হদয় ফোরাতের কূলে
আধার বিষাদ দিশেহারা আজি, মুরছিয়া পড়িতেছে চরণের তলে।

ভৈরবী সুরে স্বর্গের দ্বার, খুলিয়াছে আজি এ প্রভাত পরে
নির্মল সমীরে অমৃত সুবাস, মঙ্গল দ্বীপ শিখা জ্বলে সর্বধারে।

মা বীণাপাণি চকিতে ত্বরিতে, আরতি করিছে তার সন্তান তরে
সকলে প্রতিটি প্রভাত সম যেন, নিত্যের সারথী হয় স্বর্গ দুয়ারে!

দিকে দিকে আজ ওঠে জয়ধ্বনি, জয় আপনার জয় কনকজ্যোতি
ধরনী জননী! প্রতি প্রভাত সম, নির্মল করো মোদের হৃদয় নিতি!

রচনাকাল – 05/02/2017

আপন খবর