লাবিব মাহফুজ
মন তুই ভাবের দেশে চল
সুভাবে সুরতিতে মন
থাকিস অরিবল।
অ-ভাবে না হয় সুরতি
সাধন কর উর্দ্ধগতি
ভাবের ঘরে রেখে মতি
প্রাণে জাগাও মহাকাল।
যদি নিরিখ বর্যখ হয়গো সঠিক
তোমার ঘুচে যাবে দিক আর বেদিক
মহারসের হইয়া রসিক
প্রেম নদীতে ধরো হাল।
ডুবিলো লাবিবের বেলা
মূল সাধনে করে হেলা
দয়াল মুর্শিদ বিনে এই অবেলা
কে সরাবে মোহ জঞ্জাল।
রচনাকাল – 11-10-2023