লাবিব মাহফুজ
যারে পাওয়া যায় আপনায়
তার তরে কেন বাইরে মতি?
শুদ্ধ চিত্তে সাধন করো
আপনাতে পরম প্রকৃতি।
পরমরূপী সহজ মানুষ, শুদ্ধ মনেই তাহার প্রকাশ
কর রাগানুগায় যুগল ভজন, তবেই তাহার অবমুক্তি।
পরম সত্ত্বা নিত্যজ্ঞানে, বাঁধা আছে স্বরূপ ধ্যানে
তারে প্রেমাচারে, অনুরাগে, সাধিলে হয় পরম প্রাপ্তি।
সাধো সাধনাতে সাধ্যজনা, কর নিত্য সনে চেনাজানা
অধীন লাবিব আছে বসে, দীলে জ্বেলে আশার বাতি।
রচনাকাল – 23/09/2020