সংগীত – আমায় কে যেনোরে মায়া ভরে

লাবিব মাহফুজ

আমায় কে যেনোরে মায়া ভরে, ডাকে ইশারায়
আমার মোহ ঘুমে বদ্ধ আঁখি, না চিনিলাম তায়।

দিনান্ত ঐ মায়ানিশি, আধার করে হিয়া
মোহবাহু দিয়া আমারে, রইয়াছে জড়াইয়া।
আমি কি করে যাই পাশরিয়া, বন্ধুর দরজায়।

বসন্তেরি মধুর মলয় আমার দোলা জাগায় প্রাণে
বুঝি কে যেনো এনেছে বন্ধন, সংসারও কাননে।
আমি কেমনে বাঁচি এ নিদানে, কি হবে উপায়।

আমার ঘুচবে যেদিন মায়াফাঁসি ফজরেরি টানে
আমি সকল ত্যাজি রইবো পড়ি, দয়ালের চরণে।
লাবিব কয় প্রাণ বন্ধু বিনে, নাই অকূলে সহায়।

রচনাকাল – 15-10-2023

আপন খবর