পর্ব ০১ এবং পর্ব ০২ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ
পর্ব ০১
প্রভু দর্শন চাও? নিমার্ণ করো তোমার দৃষ্টি। তোমার প্রভু তো তুমি যা দেখো তারই প্রতিচ্ছবি! প্রভু কেমন সেটি মূখ্য বিষয় নয়, প্রকৃত বিষয় হচ্ছে তুমি কেমটি দেখছো তাকে!
প্রভু, সেতো পরম প্রেমময়তায় তোমার অন্তরাত্মায় অহর্নিশী বিরাজ করে। যদি তুমি তাকে রূপে রসে রূপায়িত করতে চাও তবে সে রূপকে আঁকতে হবে তোমার হৃদয়ের মাধুরী মিশিয়ে। যেমনটি চাইবে তোমার হৃদয়, তেমন রূপেই প্রস্ফুটিত হবে তোমার প্রভু। যেমনটি তোমার অন্তর, তেমন রূপটিই প্রকটিত হবে তোমার নয়নে, তোমার প্রভু রূপে। প্রভু তো বাহ্যিক কোনো কাঠামোবদ্ধ আকৃতি নয়। সে তোমার প্রাণের প্রাণময় পরম সত্ত্বা। যদি তোমার আত্মা হয় পরিশুদ্ধ, জঞ্জালমুক্ত, নিষ্কলুষ, সেই তো পরম। সে রূপটিই তো পরম প্রভুর রুপ।
প্রভুর দর্শন চাও? নির্মাণ করো আপনত্বকে। আপনার রূপ কে করো নির্ভেজাল। জেনে রাখো, সে রুপটিই তোমার প্রভুরূপ।
যদি তুমি হও পাপী বা কুৎসিত, তোমার প্রভুটিও পাপী বা কুৎসিত। মমতাবান বা প্রেমময় ঈশ্বর চাও? নিজে পরিণত হও ভালোবাসাময় বা মায়াময় মানুষে।
‘তুমি যেমন, তেমনটি তোমার ঈশ্বর’
পর্ব ০২
প্রেমময় হও। নিজের পরিচালক নিযুক্ত করো নিজের হৃদয়কে। কোনো যুক্তি-বুদ্ধি বা মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুধাবন করো মহাপ্রেমময়ের প্রেমকে। হৃদয়ই কেবল সেই অনন্ত প্রেমের মহিমাকে ধারণ করতে পারে।
সবাইতো অনুসরণ করে মস্তিষ্ককে। নিজের বুদ্ধিকে। তুমি না হয় বোকাই হও। বিসর্জন দাও নিজের সমস্ত জ্ঞানকে। হয়ে উঠো উন্মাদ। আরো উন্মাদনাময়। কথা বলতে দাও তোমার হৃদয়কে। সেই তোমায় যথার্থ পথ দেখাবে। হৃদয়তীর্থের অনুসরণেই আসবে কাঙ্খিত প্রেমময়ের স্বান্নিধ্য। সেতো হৃদয়েই বিরাজিত।
হৃদয়ের প্রেমবলেই বিজয়ী হও প্রবৃত্তিসমূহের উপর, যে কুপ্রবৃত্তিগুলো তোমায় ফিরিয়ে রাখে হৃদয় হতে। হৃদয়ের অনুভূতি দ্বারা জেনে নাও তোমার অস্তিত্বকে, আপনত্বকে। যা তোমাকে পরিচালিত করবে মহান প্রভুর দিকে।
‘হৃদয়েই তোমার যথার্থ পথ প্রদর্শক’