লাবিব মাহফুজ
আমাকে খুঁজিতে আমি
হলাম বড় পেরেশান,
কে আমি আর কে তুমি
কে জানাবে তার সন্ধান!
ভ্রমান্ড ভ্রমিলাম কত
জল স্থল শূণ্যময়
আমার আমি না পাইয়া
দিশাহারা অবেলায়।
‘তুমি’ তে দিয়ে আহুতি
মন যদি হয় পদে মতি
তবেই ‘সে’ রূপ হয় আরতী
মান আরাফায় যার বিধান।
আগুন পানি মাটি বাতাস
রূপ মিলায়ে রূপময়
সকল রূপের মাঝে সেরূপ
তৌহিদে তার পরিচয়।
এ বিশ্ব মহিমন্ডলে
আমি অদ্বিতীয় বেমেছালে
তুমি সনে ভাব সলিলে
ব্যাপিত জমিন আসমান।
গুরু অঙ্গে অঙ্গে যখন
আমি হব তুমিময়
জাত সিফাতের যোগ মিলনে
‘সে’ উদিবে সর্বময়।
এবার তিনে মিলে তৌহিদে নূর,
এমকানে হইবে জহুর
লাবিব বলে নূর আলা নূর
একে তিনে প্রকাশন।
রচনাকাল – 01/10/2023