লাবিব মাহফুজ
অন্তহীন কোন সূদুরের পানে
চেয়ে আছি অহর্নিশী, আকুলও পরাণে।
ধরাতে প্রেমময় কোনসে রতন
বিসর্জিতে আপনারে করেছে মনন
পাইতে সাধনার ধন, সূদুর সন্ধানে।
ত্যাজিয়া সকল আজি, কোনসে পাষাণ
শৃঙ্খল বেড়ী গলায়, করিবে ধারণ
রিক্ত সমাধি কানন, সুপ্ত নির্জনে।
রচনাকাল – 09/07/2015