সংগীত – আজি নিশিথ ও আধারে

লাবিব মাহফুজ

আজি নিশিথও আধারে
প্রাণ বন্ধু আমারে,
ডেকে ডেকে বলে জেগে আয়, কালের ধারায়
কাল ঘুমে তোর জিবন বয়ে যায়।

অচেতনের অন্ধমোহে আর কতকাল থাকিবি
আধারে লুকায়ে নিজেরে, আর কতবার হারাবি
মোহপাশের বাধন খুলে, আয় চলে আয় প্রেমিক দলে
মাশুক রূপের ধ্যান সলিলে, এ মহাযাত্রায়।

ডাক মোরে নিরবধী দয়াময় ও আসিয়া
জাগাইয়া তুলিও মোরে, প্রাণেতে পরশ দিয়া
প্রেমময়ের রূপ দর্শনে, লুটাইব শ্রী চরণে
রাখিব রূপ ধ্যান নয়নে, ত্বরিতে ত্বরায়।

রচনাকাল – 13/11/2018

আপন খবর