সংগীত – আজ আঁখিজল কোন বেদনায়

লাবিব মাহফুজ

আজ আঁখিজল কোন বেদনায়
ঝড়ঝড় অবিরাম ঝড়ছে,
শুণ্য এ বুকে কোন অজানা সুখে
স্মৃতি তার, বারে বার, শুধু মনে পড়ছে।

গড়িয়া স্মৃতির প্রাসাদ আজি
ভুবন মোহিনী ও রূপ সিংহাসনে,
বসায়ে যতন করে চাতক সম
চাহিলাম নিরখিয়া নয়ন পানে।
ভাষার অতীত তীরে, নয়নের বান মেরে
জানাইলে ব্যাথা হয়ে রয়েছি কাছে।

এ প্রাণের সাধনায় যদিবা কভূ
তোমায় গড়িয়া নেই মনেরি মতো,
সে মুরতী মোর আনন্দ বেদনায়
আমারি পরাণে আনে দহন শত।
এ কেমন অভিনয়, ব্যাথা সনে পরিচয়
এ কোন বাঁশির বেদন, হৃদয়ে বাজিছে।

রচনাকাল – 22/09/2018

আপন খবর