জিসান রহমান সম্রাট
সে আমার ভিতরে আছে
বাহিরে আছে,
আছে অঙ্গে মাখামাখি করে
তবুও আমার কাছে নেই!
মৃত্যুমুখে পতিত
তবুও অযত্নে কিংবা সযত্নে
কোন যত্নেই নেই!
আকাঙ্খা কেন যত্নে লালিত?
দুঃখের সাগরে বসবাস –
তবুও দুঃখকে ভুলে না থাকা।
কি এক আজন্ম আকাঙ্খা!
কি না পাওয়ার যন্ত্রনা!
কেন নিজেকে ভুলে যাওয়া?
বারেবারে আকাঙ্খায় আকণ্ঠ ডুবে থাকা!