সংগীত – আমার অন্তিম কালে কর্ণমূলে

লাবিব মাহফুজ

আমার অন্তিম কালে কর্ণমূলে
চরণ বীণা বাজাইও
তোমার প্রেম সাগরে ভাব জোয়ারে
এ প্রাণ আমার ভাসাইও।

যখন এ দেহ তরী ভেঙে যাবে
হাইল পড়িবে খসে
আমার জীর্ণ এ প্রাণ ফিরাইও কূলে
অনুরাগ বাতাসে।
যেন অকূল সলিলে না যাই ভেসে গো
আমারে দয়া করে উদ্ধারিও।

কত ঘাট অঘাটায় মরলাম ঘুরে
সাধের এ জীবনে
এখন তুমি বিনে কে ত্বরাবে গো
কঠিনও শমনে।
অধম লাবিব কান্দে রাত্রদিনে গো
আমারে চরনেতে শরণ দিও।

রচনাকাল – 10/08/2018

আপন খবর