পত্রিকা – আমাতে আমি মিশে

মোতালিব হোসেন চিশতী

আমাতে আমি মিশে, প্রভু তুমি এই ধরাতে এসে
নিজেকে দেখার তরে, সৃজিলে মোহাম্মদ।

আমা হতে আমি বাদে, দেখিলেন মোহাম্মদের মাঝে
প্রভু শাঁই নিরাঞ্জন, আহ! কী অপরূপ সুন্দর।

তোরা দেখবি যদি সেই রূপ, তৃপ্ত করে এই দু’চোখ
তৌহিদের দেশে দেখবি, শাঁই কী অপরূপ।

নিজের রূপে আদম সৃজে, মোহাম্মদ রূপে রূপ লুকায়ে
সৃষ্টি কূলে করছো ভ্রমন, সদা-সর্বদায়।

যে জন চিনিলো তোমারে, লুটাইয়ে পরে চরণ তলে
অবনত মস্তকে প্রভু, প্রণাম জানায়।

মুরশিদ রূপে ফানা হইলে, দায়েমী সালাত কায়েম থাকলে
দেখতে পাবি সেই রূপ, এই রূপের মাঝে।

পরে ছলনাময়ীর ছলে, জীবন গেলো ভুলে ভুলে
এখন কান্দি নির্জনে, পাইতে তোমার দর্শন।

তুমি প্রভু দয়াময়, অসহায়ের সহায় – সম্বল
এই অধমেরে রাখিও তোমার, চরণ তলে।

আপন খবর