কবিতা – যাত্রা

লাবিব মাহফুজ

অবিরাম মোর এ পথযাত্রায়
আমি খুজে ফিরি নিরবধী, তব চরণাশ্রয়!
তোমার করুণাদীপ –
যার আলোক শিখা মোর দেহমন ভালে,
শাশ্বত কালে, জ্বালে পথের দিশা জ্বালে!
জ্বালায়ে মানস প্রদীপ।

আমি পথহারা, জ্বেলে আঁখিতারা
অনন্তের পথে খুঁজি তব করুণাকানন –
হে দয়াময়, হও এ প্রাণে সহায়
অভাগারে, কৃপা করে, দাও চরণ ও শরণ।

রচনাকাল – 15/12/2016

আপন খবর