নাসরিন সুলতানা চিশতী
হাইউন জাত গোপন ছিল লা ইলাহা নিয়ে
নূর মতলকের কারণে নিল সৃষ্টির বাঞ্ছা পুড়িয়ে।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ গোপনেতে রয়
মুহাম্মদ রাসুল জগতে প্রকাশিত হয়।
দেখে শুনে সাবেত করে পড় কালেমা
কালেমায় দেখতে পাবে আল্লাহর চেহারা।
আল্লাহ ও রাসুলকে জান রহস্য নিগূঢ়
মুহম্মদের মাঝে আল্লাহর ইচ্ছা হলো পুর।
হতে পারে দুটি নাম প্রকাশ একটি ফুল
একই তাদের শাণ মান ঈমান সবার মূল।
যে চিনেছে নাফসাহু ভেদ হলো তার হু
চিনে নিলে রাব্বাহু খুঁজে পাবে প্রভু।
আর থেকো না অন্ধ ঘরে খোল এবার দ্বার
বিশ্বাসীদের জন্য নিদর্শন রেখেছেন খোদার।
সালাত কায়েম কর দেখে খোদার সুরাত
আহাম্মদের নামের ধ্যানে আদায় কর সালাত।
মীমের পর্দা তুলে দেখ আহাদ তার নাম
ঈমানদারে চিনতে পেরে করে নিল প্রনাম।
আল্লাহ ও রাসুলকে কেউ করোনা প্রভেদ
মুর্শিদ আমার দ্বীনের রাসুল জানতে হবে ভেদ।
কোরানে তার আছে প্রমাণ, মুখের কথা নয়
আল্লাহ যাদের পথ দেখান সে সৎ পথ প্রাপ্ত হয়।
কালেমা পড় কালেমা চিনো দেখতে পাবে ঈমান
সেই ঈমানের আলোতে পাবে হাশরে আছান।