সংগীত – তোরা বল আমারে শ্যামের কথা

লাবিব মাহফুজ

তোরা বল আমারে শ্যামের কথা
প্রাণ জুড়াবো শুনে,
আমায় নিয়ে চলগো শ্যাম যেথা রয়
মধূর বৃন্দাবনে।

আমি অভাগিনী কলঙ্কীনি, জনম দুঃখী জন
শ্যাম দর্শনে জুড়াইবো তাপিত পরান।
আমার শ্যাম কালাচাঁন শ্রীরূপ মহান
দেখবো দুনয়নে।

প্রাণ গৌরাঙ্গ প্রভু আমার দিও গো চরণ
তোমার চরণ জড়ায়ে ধরে কাটিবে জীবন।
নিধুবনের রূপ সনাতন
সদা রাখিও চরণে।

রচনাকাল – 11/06/2019

আপন খবর