আপন ফাউন্ডেশন

প্রবন্ধ – আমার লেখালেখি প্রসঙ্গে দুটি কথা

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার কোনো লেখা কেউ চুরি করে নিয়ে নিবে, তার নিজের নামে প্রচার করবে, আমি কিছু বলবো না, এতোটা উদার আমি নই।

আমার লেখা আপনি শেয়ার বা রিপোস্ট যাই করেন, তাতে আমি আনন্দিত। তাই বলে আমার লেখা আপনার নামে প্রচার করবেন!?

মনে রাখবেন, একজন লেখক, সে যত সামান্যই হোক, একমাত্র তার লেখাগুলোই তার সম্বল। যক্ষের ধন। জিবনব্যাপী জিবনসাধনার মাধ্যমে জিবনের বিনিময়ে পাওয়া ধন। আমার লেখাগুলো অন্তত আমার কাছে আমার জিবনের চেয়ে বেশি মূল্যবান।

আপনি জানেন একজন লেখক কেমন করে লেখক হয়? আপনি জানেন, লেখক হবার জন্য তাকে কতটা ত্যাগ শিখতে হয়? জিবনের সকল সাধ, আহ্লাদ মাটিচাপা দিয়ে, জিবনকে তিলে তিলে নিঃশেষ করে, জিবনের উষর ধূলায় ছন্দের কমল ফোটানো কতটা সংগ্রামের, সেটা আপনি জানেন?

একটি কবিতার জন্য চাতকের মতো অনিশ্চিত অমৃত-বর্ষণের অপেক্ষায় দিনের পর দিন বসে থাকার সাধনা আপনি করেছেন? একটি গানের জন্য মোমের আলোয় খাতা কলম নিয়ে বসে বসে কাটানো কয়টা রাত-জাগা ভোরের সাথে আপনি পরিচিত?

আমার লেখাটি, যে লেখা উঠে আসে আমার ধমনীর তলদেশ থেকে, আমার হৃদয় বিদীর্ণ করে, যে লেখায় লেগে থাকে আমার জিবন-তৃষ্ণা, রক্তাক্ত আকুলতা, অনুভূতি-বিরহ। উপলব্ধি। সে লেখাটি আপনি মুহুর্তে আঙ্গুলের একটি স্পর্শে নিয়ে গেলেন? লেখাশেষে আমার নামের স্থলে বসে গেলো আপনার নাম! প্রচার করলেন আপনার নিজের নামে! বাহ্! কত সহজেই হয়ে গেলো!

একজন লেখক তার সমগ্র চেতনার আলো দিয়ে অতি যত্নে একটি বাগান সাজায়। কাটাবনে ফুল ফোটায়। আপনি বাগানটিই চুরি করে ফেললেন?

“আমার লেখা একান্ত আমার সৃজন। আমার লেখার ব্যাপারে আমি আপোষহীন। আমি স্বয়ং আমার লেখালেখির স্রষ্টা। আমার লেখার একচ্ছত্র অধিকার শুধুমাত্র আমার। একটা দাড়িকমা পরিবর্তন করার অধিকার কারো নেই। আমার লেখা অন্যের নামে চালানো তো দূরের কথা!”

আমি অনলাইনে কোনো প্রকার প্রটেক্টিভ মেথড ব্যতিতই প্রাইভেসি পাবলিক করে আমার ওয়ালে, পেজে, গ্রুপে এবং ওয়েবসাইটে লেখা প্রকাশ করি। আমার লেখার ব্যাপারে আপনার মতামত, সমালোচনা কিংবা দ্বিমতের প্রতিও আমি শ্রদ্ধাশীল। তবে, আমার লেখাটির বিষয়, ভঙ্গী, বা উদ্দেশ্যে আপনার কোনো কর্তৃত্ব নেই।

আমাদের ওয়েবসাইট aponkhobor.com এ আমার সকল লেখা প্রকাশ করা হয়। রচনার কাল সহ। লেখা প্রকাশ করা হয় আমাদের পেইজ আপন খবর – Apon Khobor এ। আমাদের টিম আমার লেখাগুলো প্রচার করে কয়েকটি গ্রুপে। আমাদের “আপন খবর” সহ বেশ কিছু পত্র পত্রিকা, ম্যাগাজিন নিয়মিত আমার লেখা প্রকাশ করে থাকে। দ্রুতই বই আকারে লেখাগুলো প্রকাশ করার ইচ্ছা আছে।

ওয়েবসাইট aponkhobor.com এ ১৩৫০+ আর্টিকেল প্রকাশ করা আছে। যার সবগুলোই আধ্যাত্মিকতার ওপর রচিত। কবিতা, সংগীত, প্রবন্ধ, অনুকাব্য, বাণী, গল্প, গবেষণা, অনুবাদ, সংকলন সহ নানান ক্যাটেগরিতে লেখাগুলো সাজানো।

আমার লেখার জগতে আপনাকে স্বাগত! আমার “মুর্শিদ” নামক কবিতাটি আপনি চুরি করতেই পারেন, তবে আমার মুর্শিদ আপনার ধরাছোঁয়ার বাইরে এক অনন্ত অখন্ড চির মহিমান্বিত মহাশক্তির আদী উৎস, যেখান থেকেই প্রবাহিত হয় সকল সৃজনতন্ত্রের ধারা-নির্ঝরিনী। তাঁর চরণতলেই নিয়ত ফুটে ওঠে নব-সৃজনের রক্তকমল। সেখানেই আমার যৎকিঞ্চিত কাব্য-সাধনার সফলতা।

শুভকামনা রইলো আপনার জন্য যিনি বা যিনারা আমার লেখা নিজেদের নামে চালাচ্ছেন। লেখার কথাগুলো আপনার হৃদয়ে রেখাপাত করুক, দয়ালের কাছে এটাই প্রার্থনা।

রচনাকাল – 26/04/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর
পরিচালক – আপন ফাউন্ডেশন

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles