আপন ফাউন্ডেশন

১৪ – আমি পাপী অপরাধী

Date:

Share post:

লেখক – মোবারক হোসাইন ওয়ায়েসী

আমি পাপী অপরাধী দয়াল
ক্ষমা করো নিজগুণে –
ঠাঁই দিও তোমার চরণে।

তোমার নামের গুণে বেঁচে আছি
এইনা ভব মাঝারে
নাম বিনা মোর নাই আর সম্বল
নাই গতি ভব পাড়ে।
তুমি রহিম রহমান, ত্বরাও মোর নিদান
তোমার নাম যেনো ভুলিনে, জিবনে।

আস সালাম আল মুমিন তুমি
হাইয়্যুল কাইয়্যুম নিরঞ্জন
তব কুদ্রত শান জগৎ ব্যাপী
তুমি ভক্তের ভগবান।
তুমি আল বারী দয়াল, আমি অবলা নারী
কৃপা করে দিও চরণ তরী, কঠিনও নিদানে।

ডাকি তোমায় দিবানিশি দয়াল
আমার এ পাপী দেহ করো পার
তুমি বিনে নাই অন্য আশা
যে আমায় করবে উদ্ধার।
ঘাটের মাঝি হইয়া তুমি, পার করিও জগৎস্বামী
অধম মোবারককে উদ্ধারিও, তব কৃপা গুণে।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles