সংগীত – আমি চাই নিমেষ কালের প্রাণ

লাবিব মাহফুজ

আমি চাই নিমেষ কালের প্রাণ
এক মুহুর্তের পলক পরিচয়
হঠাৎ বন্ধন।

আমায় জিবন হতে তুলে নিয়ে
এক মুহুর্তের বন্দনা গেয়ে
তোমার প্রাণের পরশ আমার প্রাণে
দাওগো অনুক্ষণ।

আমার জন্ম মরণ ধারায়
মুহুর্ত কালের খেয়ায়
নিত্যতায়, এসো মুগ্ধতায়
গেয়ে এক নিমেষের গান।
ছড়িয়ে দাওগো ভালোবাসা
নিত্য কালের প্রাণ।

রচনাকাল – 20/09/2020

আপন খবর